২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২৮০ অক্ষরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না টুইটার

২৮০ অক্ষরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না টুইটার -

টুইটার প্লাটফর্মে আরো দীর্ঘ পোস্ট দেয়ার ফিচার চালু করতে যাচ্ছে। টুইটার নোটস নামের ব্লগিং ফিচারটি চালু হলে ২৮০ অক্ষরে পোস্ট সীমাবদ্ধ রাখার দিন ফুরাবে এই মাইক্রোব্লগিং সেবায়।
এই ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে উন্মুক্ত করার জন্য প্রস্তুত হলেও আরো পরীক্ষা-নিরীক্ষা চালাতে টুইটার ফিচারটির বাজারজাতকরণ পিছিয়ে দিতে পারে। টুইটারে বড় পোস্ট দেয়ার সুযোগ তৈরি হলে পুরো সামাজিক মাধ্যমের বাজারে প্লাটফর্মটির বৈশিষ্ট্য এবং গুরুত্বের বিবেচনায় বড় পরিবর্তন আসবে। প্রথমে কেবল ১৪০ অক্ষরে পোস্ট দেয়া যেত টুইটারে। ২০১৭ সাল থেকে সর্বোচ্চ ২৮০ অক্ষরে পোস্ট লেখার সুবিধা দিচ্ছে সেবাটি।
পোস্টের আকারে এই সীমাবদ্ধতা প্লাটফর্মটির ব্যবহারকারীদের কার্যক্রমকে প্রভাবিত করে আসছে দীর্ঘদিন ধরেই। কার্যত, প্লাটফর্মে ব্যবহারকারীদের আচার-আচরণ পরোক্ষভাবে আংশিক নির্ধারণ করে দিতো ওই সীমাবদ্ধতা।


আরো সংবাদ



premium cement

সকল